Pyypl Virtual Master Card কি?
Pyypl সকল গ্রাহকে postpaid এবং Reloadable Virtual master card দিয়ে থাকে। যেটা দিয়ে আপনি যে কোন অনলাইন শপে কেনা কাটা করতে পারবেন। google play store, Facebook, Amazon, Alibaba, এ ধরনের সকল অনলাইনে আপনি পেমেন্ট করতে পারবেন যেকোনো সময়।
অনলাইনে কিছু কিনতে বাংলাদেশের মাস্টার কার্ডে ডলার এন্ডোসমেন্ট করতে হবে যেটা জন্য আপনার পাসপোর্ট থাকতে হবে। তা না হলে আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন না।
তাই আপনি অনলাইন থেকে কোন কিছু কেনা কাটা করতে চান তাহলে Virtual master card টি ব্যাবহার করতে পারেন। FREE FIRE, PUBG তে Damion লোড করতে পারবেন।
Pyypl এ ডলার কিভাবে লোড করবো?
Pyypl এ ডলার লোড করার জন্য আপনি কয়েটি অপশন পাবেন। যেমন অপনি Crypto currency, binance, bank, bank card এবং লোকাল কিছু এজেন্ট এর মাধ্যমে ডলার লোড করতে পারবেন। binance থেকে ডলার লোড করতে চাইলে ১০০ ডলারে ১ ডলার ফি দিতে হবে। pyypl এ অপনি সর্বনিম্ন ৫ ডলার লোড করতে পারবেন।
এজেন্ট এর মাধ্যমে ডলার লোড করার জন্য আপনাকে pyypl এর সাপোর্ট এ কথা বললে আপনাকে pyypl এর ভেরিফাই করা এজেন্ট এর নাম্বার দিবে তাদের সাথে কথা বলে আপনি ডলার লোড করতে পারবেন।

Pyypl এ একাউন্ট কিভাবে করবো?
একাউন্ট করার জন্য আপনাকে প্রথমে Play store থেকে pyypl এ্যাপ টি ডাউনলোড করতে হবে। একাউন্ট অ্যাকটিপ করার জন্য আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে এরপর

>> আপনকে Create account বাটনে ক্লিক করবেন।
>>এরপর আপনাকে কিছু তথ্য দেখাবে এবং Continue বাটনে ক্লিক করবেন।
>>একটি নেক নাম দিবে। শুধু আপনাদের নামটি দিতে পারেন। নাম দেয়া হলে Continue বাটনে ক্লিক করবেন।
>>এরপর ফ্লাগ আইকনে ক্লিক করে আপনার দেশ সিলেক্ট করে তারপর আপনার মোবাইল নাম্বারটি দিবেন। নাম্বার দেয়া হলে Next বাটনে ক্লিক করবেন।
>>একটা passcode দিবেন এটা ওয়ান টাইম।
>>আপনার মোবাইল নাম্বারে একটা কোড যাবে কোডটা বসায়ে দিলে।
>>আপনাকে ভেরিফাই করা জন্য ২ টা অপশন পাবেন NID/Passport দিয়ে। আপনি যেটা দিয়ে ভেরিফাই করাতে চান ঐ অপশন সিলেক্ট করবেন। NID কার্ড হলে ২ পাশের ছবি দিবেন।
>> NID সাবমিট হলে আপনার সমস্ত তথ্য দেখাবে সে গুলো ঠিক থাকলে confirm বাটনে ক্লিক করবেন।
>>এরপর আপনার ছবি চাইবে। আপনার ছবি দিয়ে সাবমিট করবেন তাহলেই আপনার একাউন্ট হয়ে যাবে।
Virtual master card সচল করার জন্য আপনাকে ৫ ডলার লোড করতে হবে। তারপর আপনি কার্ডটি সকল তথ্য দেখতে পাবেন।
কার্ডটি দেখার জন্য আপনাকে Cards অপশনে যেতে হবে।